''দশবিধ নাম অপরাধঃ...
* যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উত্সর্গ করেছেন তাঁদের নিন্দা করা ।।
* শিব ব্র্হ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা ।।
* গুরুদেবকে অমান্য করা ।।
* বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা ।।...
''দশবিধ নাম অপরাধঃ...
* যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উত্সর্গ করেছেন তাঁদের নিন্দা করা ।।
* শিব ব্র্হ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা ।।
* গুরুদেবকে অমান্য করা ।।
* বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা ।।
* হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ন্যকে কাল্পনিক বলে মনে করা ।।
* ভগবানের নামে অর্থবাদ আরোপ করা ।।
* নাম বলে পাপ আচরণ করা ।।
* হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকান্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা ।।
* শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা ।।
* ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং অগাধ নাম মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি বজায় রাথা ।মহামন্ত্র জপের সময় অমনোযোগী থাকাও একটি অপরাধ ।।
মহাপ্রভু চৈতন্যদেব বলেছেন ,
" অপরাধশূন্য হয়ে লহ কৃষ্ণনাম "
তাই উপরোক্ত নামাপরাধ থেকে সদা নিজেদেরকে মুক্ত রাখতে হবে ।তবেই আমরা সঠিকভাবে কৃষ্ণনাম জপ করতে পারব ।।

Gokulendra Krishna Das Jps's photo.
 

''নারায়্ণঃ পরো দেবস্তস্মাজ্জাতশ্চতুর্মুখঃ৷
তস্মাদ্ রুদ্রোহভবদ্ দেবঃ স চ সর্বজ্ঞতাং গতঃ৷৷বরাহ পুরাণ....
'নারায়্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তাঁর থেকে ব্রহ্মার জন্ম হয়, তাঁর থেকে শিবের জন্ম হয়৷'

 

Gokulendra Krishna Das Jps's photo.
 
   

শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ কেন পড়বেন?

• 'গীতা অধ্যয়ন ছেড়ে মাঠে ফুটবল খেলা ভালো' - কোনো এক প্রতিভাসম্পন্ন ব্যক্তির এই উক্তিটি বর্তমান যুবসমাজে আধ্যাত্মিক বিড়ম্বনা সৃষ্টির কারণ। তারা স্কুলে, ক্লাবঘরের দেওয়ালে এই উক্তিটি লিখে রাখেন। এই শিক্ষা গীতাজ্ঞান প্রচারের মস্তবড় এক প্রতিবন্ধক। শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা আছে এবং সে ব্যাপারে যুবসমাজকে উৎসাহিত করা যেতে পারে। কিন্তু গীতা পাঠ বন্ধ করে খেলাধুলা করবার জন্য উৎসাহিত করা বা গীতা পাঠকে অবজ্ঞা করার কোন যুক্তি হয় না। শরীর নির্বাহের সাথে সাথে আত্মজ্ঞান উপলব্ধিরও প্রয়োজন আছে। প্রকৃত পক্ষে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আত্মজ্ঞান বিহীন সুস্থ শরীর লাভের প্রচেষ্টা, পশু হওয়ার বাসনা ছাড়া আর কিছু নয়। সে যাইহোক ছাত্র-ছাত্রী তথা শিক্ষানুরাগী জনগণ যেন এসব কথায় বিচলিত না হয়ে গীতা শাস্র অধ্যয়ন এবং অনুশীলনের মাধ্যমে মনুষ্য জীবনকে সার্থক করার চেষ্টা করেন।

শিক্ষাকে কেবলমাত্র অর্থ উপার্জন ও দৈহিক সুখ প্রাপ্তির মধ্যে সীমিত না রেখে জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য-জড়-জগতের দুঃখ দুর্দশা থেকে চরম মুক্তিলাভ করার উপায় অন...ুসন্ধান করতে হবে।

সাধারণ লোকেরা মনে করেন যারা ধর্ম কর্ম করে বা বয়স্কলোক তাঁরা ভদবদ্‌গীতা পাঠ করবেন। কিন্তু এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, ভগবদ্‌গীতায় বর্ণিত জ্ঞান কেবলমাত্র ধর্মপরায়ণ ও হিন্দুদের জন্য উদ্দিষ্ট নয়, তা হিন্দু, মুসলমান, খ্রীস্টান, যুবক, বৃদ্ধ নির্বিশেষে সকলের জন্য। এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে কিভাবে জীবন যাপন করলে এই জীবনে এবং পরবর্তী জীবনেও জীবের আত্যন্তিক ও দিব্য শাশ্বত আনন্দ লাভ হবে।

                                                                                                                                                                                                                                                                                                                          ভক্তিপুরুষোত্তম স্বামী



 

   


      কীর্তন করার সুযোগ প্রদান করছি। আপনি যদি অন্যান্য আচার অনুষ্ঠান পালন নাও করেন, এইভাবে তাহলে যে কেউই কৃষ্ণকে আকর্ষণ করতে পারেন। কেবল দামোদরের কাছে প্রদীপ নিবেদনের দ্বারা আমরা মানুষকে ভগবানের কৃপা লাভের সুযোগ প্রদান করছি।

পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে যে, ভগবানের প্রীতিসাধনের নিমিত্ত যে কোনো কার্যই অন্যান্য সাধারণ দিনগুলোর চেয়ে এই দামোদর মাসে শতগুণে মঙ্গল প্রদান করে। ভগবান দামোদরকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে তাঁর কৃপা লাভের কোনো তুলনা চলে না।

ভগবান দামোদর অপরাজেয়। কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন তাঁর মাতার প্রেমের দ্বারা। এই বার্তাটিই দামোদর মাস স্পষ্টভাবে প্রকাশ করে যে মা যশোদা দামোদরকে তাঁর সন্তান ভেবে বাঁধতে চেষ্টা করেছিলেন। তিনি বুঝতে পারেন নি যে দামোদর হচ্ছেন অসীম, পরমেশ্বর ভগবান। আর তাই তিনি তাঁকে বারবার বাঁধতে চেষ্টা করেছিলেন। কিন্তু প্রতিবারই দড়িটি দু’ আঙুল ছোট হয়ে যাচ্ছিল। এই দুটি আঙুলের অর্থ কি? একটি হলো শুদ্ধভক্তের আকাক্সক্ষা এবং দ্বিতীয়টি হলো পরমেশ্বর ভগবানের অহৈতুকী কৃপা। মা যশোদার বাসনাটি ছিল শুদ্ধ আর কৃষ্ণ যখন সম্মত হলেন তিনি বাঁধা পড়লেন। কৃষ্ণের সম্মতি বিনা কেউই তাঁকে বাঁধতে পারে না। সুতরাং তিনি তাঁর মায়ের প্রেমের দ্বারা বিজিত হয়েছিলেন। দামোদর মাসে এই বার্তাটিই আমরা লাভ করি।

সুতরাং সাধারণ মানুষের কাছেও ভগবানের কৃপা লাভের এটি একটি সুযোগ। দামোদর মাসের গুরুত্বের কথা হরিভক্তি বিলাস, ভক্তিরসামৃতসিন্ধু ও আরও নানা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বিশেষ কিছুই আপনাকে করতে হবে না। ভগবানের কাছে দীপ নিবেদন করুন, ভগবানের কাছে আপনার অর্ঘ্য নিবেদন করুন, ভগবানের কাছে আপনার প্রার্থনা নিবেদন করুন, তাহলেই হবে। এই সমস্ত সাধারণ জিনিসগুলোই আমরা করে থাকি।

দামোদর ব্রতের কথা এমনভাবে আমরা প্রচার করেছি যে, আমরা ঘরে ঘরে ভগবান দামোদরের ছবি প্রদান করেছি এবং মানুষ তাদের গৃহে দামোদর মাসের সময়ে সেই দামোদরের ছবির সামনে আরতি নিবেদন করছে। ভগবান দামোদরের কাছে কোনো প্রার্থনা করার কথাও আমরা তাদের বলছি। তারা হয়ত বুঝতে পারছে না, কিন্তু এইভাবে সাধারণ মানুষ ভগবানের অসীম কৃপা লাভ করছে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যাঁরা মানুষকে তাঁর ভক্তিপূর্ণ সেবায় নিয়োজিত করার জন্য যুক্ত রয়েছেন, সমস্ত ভক্তদের মধ্যে তারা সবচেয়ে প্রিয়। তাই এইভাবে দামোদর মাসে মানুষকে ভগবানের সেবায় নিযুক্ত করে আমরা কৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে উঠছি।

আমার মনে আছে, একবার পাশ্চাত্যের ইকুয়েডর দেশের গুয়াকুইল শহরের ‘সিটি হল’ নামক সভাগৃহে আমরা প্রায় তিন/চারশত মানুষ একটি কৃষ্ণভাবনামৃত অনুষ্ঠানে সমবেত হয়েছিলাম। তখনও ছিল দামোদর মাস। তাই সেখানে ভগবান দামোদরের একটি ছবি ছিল, সামনে এক থালাভর্তি বালি ছিল। আর সেখানে ছিল অনেক মোমবাতি। আমরা যেহেতু সেখানে ঘিয়ের বা তিল তেলের প্রদীপ জ্বালাতে অপারক ছিলাম, তাই আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম। আমরা যখন সমবেত মানুষকে ভগবান দামোদরের কাছে তাদের দীপ নিবেদন করতে বললাম, যদিও তারা ছিল মূলত অন্য ধর্মাবলম্বী এবং তাদের কোন অভিজ্ঞতা ছিল না যে ঠিক কিভাবে ভগবান দামোদরের কাছে আরতি নিবেদন করতে হয়। কিন্তু তবুও তারা উৎসাহের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং একে একে দামোদরের কাছে দীপ নিবেদন করেছিল। এই সেবাটি করে তাঁরা অত্যন্ত আশীর্বাদধন্য বলে নিজেদের মনে করেছিল। তাই আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে যে, এই সেবা ঠিক কিভাবে অংশগ্রহণকারীকে পরম আনন্দ দান করে।

মায়াপুরেও, ভক্তরা ছাড়াও, দর্শনার্থীদের সবাইকে দীপ দান করার জন্য অনুরোধ করা হয় এবং এই বিশেষ মাসটিকে সহস্র সহস্র দর্শনার্থীর ভিড় হয়। তাঁরা সকলেই রাধারাণী এবং মা যশোদা ও দামোদরের ছবিতে এবং বিভিন্ন বিগ্রহের কাছে ঘিয়ের সলতের দীপ এই মাসে বিশেষভাবে নিবেদন করে থাকেন।

তাই মানুষকে ভক্তিসেবায় যুক্ত করার জন্য এমনভাবে আচরণ করা উচিত যাতে তারা যেন কখনও কৃষ্ণকে ভুলে না যায় এবং কৃষ্ণও যেন কখনও তাদেরকে ভুলে না যান। তাই আমি আশা করব ভক্তগণ এই সেবাটি অত্যন্ত উৎসাহের সাথে গ্রহণ করবে।

মালয়েশিয়ার কুয়ালালামপুর ইসকন মন্দিরের শ্রীউত্তম চৈতন্য দাস ধীরে ধীরে সেখানে এই অনুষ্ঠানটি প্রধানভাবে গড়ে তুলেছিল। দামোদর মাসটি যে কতখানি চমৎকার সে বিষয়ে বিভিন্ন শাস্ত্র থেকে সে বিভিন্ন উদ্ধৃতি সংগ্রহ করেছিল। কিন্তু আমাদের কাছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সে সহসা ভগবদ্ধামে ফিরে গেছে। এখন আমরা আশা করব যে দামোদর মাসের প্রতি তাঁর নিষ্ঠাপূর্ণ কর্মধারাকে স্মরণ করে আমরা আরও বড়ভাবে এবং আরও বর্ণাঢ্য মহিমার মধ্য দিয়ে আরও নতুন নতুন চিন্তার মধ্য দিয়ে প্রতি বছর এই দামোদর মাসে সাধারণ মানুষকে কৃষ্ণের সেবায় নিয়োজিত করব। দামোদর মাসে যারা এই ব্রত বা সেবায় যুক্ত থাকে আমরা যদি তাদের সকলের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে তাদেরকে আমাদের সঙ্ঘবদ্ধ প্রচারের অংশ করে তুলতে ও সামগ্রিকভাবে সবকিছু পরিচালনা করতে দামোদর ব্রতের ব্যাপারটি আরও সহজ হবে।

অতএব দেখা যায় যে, এইভাবে পবিত্র দামোদর মাসের কার্যাবলি অত্যন্ত সহজ, বিনম্্র ও অত্যন্ত কার্যকরী। তাই আশা করা যায় যে, প্রত্যেকেই এই দামোদর মাসকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করবে।
সকলকে অনেক ধন্যবাদ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে\
     
   

01.05.2010

 

 

This is a place where devotees from all over the world can meet,

connect, share, and learn.

and start making friends.

 


 

A.C. Bhaktivedanta Swami Prabhupada
 
 
 
 
 
 
created by shibazi Kirtonia.
iskcon24radio 0